
নিউজটাইম ওয়েবডেস্ক : কলকাতা আন্তর্জাতিক বই মেলা থেকে গ্রেফতার করা হল ৬ জন পকেটমারকে। এরা প্রত্যেকে কলকাতার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
প্রথম দিন থেকেই বইমেলায় কড়া নজরদারি চালায় বিধান নগর উত্তর থানার পুলিশ। এরপরেই সন্দেহজনক ভাবে কয়েকজনকে ঘোরাঘুরি করতে দেখে তাঁদের গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকজন যুবককে সন্দেহ জনক ভাবে মেলায় ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসা করে জানতে পারা যায় তারা এই বই মেলায় মোবাইল , ব্যাগ ছিনতাই ও পকেট মারের জন্য জড়ো হয়েছিলো। তবে এখানেই শেষ নয় অভিযুক্তরা আরও জানায়, তাদের সাথে আরো বেশ কয়েকজন রয়েছে। এমন তথ্য পাওয়ার পরেই বই মেলায় রেড করে বিধাননগর উত্তর থানার পুলিশ। সেখান থেকে ফের পাঁচ জনকে ধরা হয়। ধৃতরা প্রত্যেকেই মল্লিকপুর, বাড়ুইপুর, তপসিয়া এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর এখনো পর্যন্ত এই বই মেলা থেকে প্রায় ২০ জন পকেট মার কে গ্রেফতার করা হয়েছে। আজ ধৃত ছয় জনকে তোলা হবে বিধান নগর কোর্টে ।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023