ফ্রান্সের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি মরক্কো

নিউজটাইম ওয়েবডেস্ক : টানা দু’বার কি বিশ্বকাপ জিততে পারবে ফ্রান্স? পারবে কি ৬২ বছর আগের ব্রাজিলের রেকর্ড ছুঁতে? কিংবা ৮৪ বছরের ইউরোপিয়ান রেকর্ড ছুঁতে? এই সব প্রশ্নের উত্তর দিতে পারে তাদের আর দুটি ম্যাচ। অবশ্য আগে প্রথমটি জিততে হবে। জিততে হবে বুধবারের সেমিফাইনাল। বুধবার রাত সাড়ে বারোটায় দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে নামছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। অবশ্যই তারা ফেবারিট হিসাবে নামছে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মত শক্তিশালী

প্রতিপক্ষকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারানো গিয়েছে। এবার মরক্কোর স্বপ্নের দৌড় থামানোর চ্যালেঞ্জ। দিদিয়ের দেশঁর স্বস্তির কারণ পুরো ফিট প্রথম একাদশকে পাচ্ছেন। ইংল্যান্ড ম্যাচে অনেকটাই আটকে গিয়েছিলেন ফরাসি মহাতারকা কিলিয়ন এমবাপে। এই ম্যাচে ফের খোলস ছেড়ে বেরোতে মুখিয়ে আছেন। দেশঁ জানেন মরক্কো এমবাপেকে আটকানোর ছক কষছে। তাঁর টোটকাও তৈরি। গোলের মধ্যে আছেন জিরুও। আছেন প্রিয়াজম্যান। তাই আক্রমণভাগ নিয়ে চিন্তা নেই। যেটুকু চিন্তা রক্ষণ নিয়েই। মরক্কো এই টুর্নামেন্টে যে ফুটবল খেলছে, তাতে তাদের একেবারেই হালকাভাবে নিচ্ছে না ফরাসি ব্রিগেড।

অন্যদিকে আর কাউকেই ভয় পাচ্ছে না মরক্কো । কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে হারানোর পর আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছে। গতি, দৌড়, উচ্চতা দিয়ে ফ্রান্সকেও সমস্যায় ফেলতে তাল ঠুকছে উত্তর পশ্চিম আফ্রিকান দেশটি। জানে তারা আন্ডারডগ, তাই তেমন চাপ নেই। চাপ বরং ফ্রান্সের। অনেক খোলামেলা মনে খেলতে নামবেন মরক্কানরা। এর মধ্যেই ইতহাসে ঢুকে গিয়েছে মরক্কো। সেমিফাইনালে আর একটা অঘটন ঘটিয়ে আরও বড় ইতিহাস তৈরি করার মোটিভেশন নিয়ে ঝাঁপিয়ে পড়তে চান হাকিমিরা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube