
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা। এবার গড়ফায়। এক যুবক ফেসবুক লাইভের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করে এবং তারই প্রচেষ্টায় প্রাণরক্ষা হয় যুবকের।
রবিবার ভোররাতে নীলাদ্রী ব্যানার্জী ফেসবুক লগইন করতেই দেখতে পায় তার বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে আত্মহত্যার চেষ্টা করছে। নীলাদ্রী তৎক্ষণাৎ লালবাজার কন্ট্রোল রুমে ১০০তে ফোন করে। এবং জানান তার বন্ধুর কীর্তি,এখানেই না থেমে পুলিশকে বন্ধুর ঠিকানাও জানায় সে। এরপর পুলিশি তৎপরতায় উদ্ধার করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় কে।একটুর জন্য শেষরক্ষা হয়। উদ্ধারকার্যের পর দেখা যায় যুবকটি নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। প্রাথমিক চিকিৎসা হয় তার। পুলিশ তার মাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান,মায়ের সাথে বচসা হয় ।অভিষেক তার মায়ের কাছে টাকা চায় এবং তার মা তাকে তা দিতে না চাওয়ায় মূলত অশান্তি বাঁধে। এরপর ই সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এছাড়াও জানা যায় বেশ কয়েকদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তার জেরেই এই সিদ্ধান্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022