
নিউজটাইম ওয়েবডেস্ক : আরও একবার প্লে স্টোর থেকে বেশ কিছু অ্যাপ সরিয়ে ফেলল গুগল। এই দফায় গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে ২৫টি অ্যাপ, যা প্রায় ২৩.৪ লাখ বার ডাউনলোড করার জেরে ফেসবুক-এ থাকা নথিপত্র চুরি করছিল বলে অভিযোগ।
ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থা এভিনা এমন বেশ কয়েকটি অ্যাপ খুঁজে পেয়েছে, যেগুলি গত জুন মাসে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলির আসল পরিচয় গোপন করতে গেমস, ফ্ল্যাশলাইট, ওয়ালপেপার, এডিটিং সফ্টওয়্যার, কিউআর স্ক্যানার, স্টেপ কাউন্টার, ফাইল ম্যানেজার এবং এমনই অনেক ভুয়ো পরিচয়ের মোড়ক ব্যবহার করা হয়েছিল। অভিযোগ, নির্দিষ্ট কাজের ফাঁকে এই অ্যাপগুলি ক্ষতিকর পদক্ষেপ করে চলেছিল। সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা অ্যাপ-এর তালিকা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022