ফেসবুক থেকে তথ্য চুরির অভিযোগে প্লে স্টোর থেকে সরানো হল আরও ২৫টি অ্যাপ

নিউজটাইম ওয়েবডেস্ক : আরও একবার প্লে স্টোর থেকে বেশ কিছু অ্যাপ সরিয়ে ফেলল গুগল। এই দফায় গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা হয়েছে ২৫টি অ্যাপ, যা প্রায় ২৩.৪ লাখ বার ডাউনলোড করার জেরে ফেসবুক-এ থাকা নথিপত্র চুরি করছিল বলে অভিযোগ।

ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থা এভিনা এমন বেশ কয়েকটি অ্যাপ খুঁজে পেয়েছে, যেগুলি গত জুন মাসে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, নিষিদ্ধ অ্যাপগুলির আসল পরিচয় গোপন করতে গেমস, ফ্ল্যাশলাইট, ওয়ালপেপার, এডিটিং সফ্টওয়্যার, কিউআর স্ক্যানার, স্টেপ কাউন্টার, ফাইল ম্যানেজার এবং এমনই অনেক ভুয়ো পরিচয়ের মোড়ক ব্যবহার করা হয়েছিল। অভিযোগ, নির্দিষ্ট কাজের ফাঁকে এই অ্যাপগুলি ক্ষতিকর পদক্ষেপ করে চলেছিল। 

সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে মুছে ফেলা অ্যাপ-এর তালিকা।

এভিনা জানিয়েছে, যদি কোনও ভাইরাস আক্রান্ত ফোনে এই অ্যাপগুলির কোনও একটি লঞ্চ করা হয়, তা হলে হ্যাকিং রোধক কোড সঙ্গে সঙ্গে তার নাম জানতে চাইবে। ফেসবুক-এর ক্ষেত্রে ম্যালওয়্যারটি এমন এক ব্রাউজার লঞ্চ করবে, যা আসল অ্যাপ-এর উপরে এক ভুয়ো লগ ইন পেজ লোড করবে। ইউজার নিজস্ব তথ্যাবলী তাতে পূর্ণ করলেই তাঁর অ্যাকাউন্টে লগ ইন করবে ম্যালওয়্যার এবং সমস্ত তথ্যাবলী কোনও রিমোট সার্ভারে চালান করে দেবে।

কারও ফেসবুক লগ ইন হাতাতে পারলে যে কোনও হ্যাকার সেই অ্যাকাউন্টে থাকা যাবতীয় ব্যক্তিগত তথ্যের হদিশ পেয়ে যাবে। শুধু তাই নয়, অন্যান্য ওয়েবসাইটে ওই একই লগ ইন তথ্যাবলী ব্যবহার করে ইউজারের ব্যক্তিগত তথ্যের নাগাল পেতে পারে হ্যাকাররা। 

প্রসঙ্গত, গত জুন মাসেও গুগল প্লে স্টোর থেকে ৩০টি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। নিষিদ্ধ এই অ্যাপগুলির মধ্যে রয়েছে টিভি, গেম, রিমোট চালিত বেশ কিছু অ্যাপ। হ্যাকিং এড়াতে মোবাইল ফোনে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে তার নীতি ও অন্যান্য বিষয় সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া জরুরি, পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube