
ফের রোয়িং অনুশীলন করতে গিয়ে বড় বিপত্তির মুখে পড়লেন এক অনুশীলনকারী। এদিন সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ রবীন্দ্র সরোবরে অন্যান্য দিনের মতো কলকাতা রোয়িং ক্লাবে রোয়িং অনুশীলন করার জন্য রবীন্দ্র সরোবরে নামেন এক অনুশীলনকারী। কোন ঝড় বা প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও হঠাৎ করে এই রোয়িং এর বোটটি কিভাবে উল্টে গেল তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এদিনের এই দুর্ঘটনার জেরে কারোর প্রাণহানি হয়নি।
প্রাক্তন ১ রোয়ারের মত অনুসারে, এই দুর্ঘটনার পিছনে মূলত রোয়িং বোর্ডগুলির রক্ষণাবেক্ষণ এবং পর্যবেক্ষণ না হওয়াকেই দায়ী করেছেন। তার মতে এদের ফিটনেস সার্টিফিকেট নেই। পাশাপাশি যে স্থানে এই রোয়িং বোটটি উল্টে যায়, তার অদূরে দাঁড়িয়ে থাকা রেসকিউ বোর্ডটিতে মাত্র দুজন ছিলেন। এই দুজনের কারোরই লাইফ জ্যাকেট পরা ছিল না। কমপক্ষে চারজনের রেসকিউ টিম থাকার কথা ছিল। এদের প্রত্যেকেরই বাধ্যতামূলকভাবে লাইভ জ্যাকেট পড়ে থাকার কথা। দুর্ঘটনার বিষয় নিয়ে আগামী দিনে হয়তো তদন্ত শুরু হবে। কিন্তু ৭-৮ মাস আগে এই রবীন্দ্র সরোবর এ রোয়িং করার সময় যেভাবে বোট উল্টে প্রাণহানির ঘটনা ঘটেছিল, তারপরেও কীভাবে রবীন্দ্র সরোবর এ উদাসীন ভাবে রোয়িং অনুশীলন চলছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রাক্তন রোয়ারদের মধ্যেই।
- ক্রেতা সেজে সোনার দোকানে ৮-১০ লক্ষ টাকার গয়না চুরি! - June 2, 2023
- অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর - May 26, 2023
- স্বস্তি পেলেন না অভিষেক, বাধা নেই সিবিআই জিজ্ঞাসাবাদে - May 26, 2023