ফের শোক সংবাদ রাজনীতির প্রাঙ্গনে, সিঙ্গাপুরে প্রয়াত সমাজবাদী পার্টির অমর সিং

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের মৃত্যু সংবাদ ভারতীয় রাজনৈতিক জগতে। রাজ্যসভার সদস্য এবং সমাজবাদী পার্টির নেতা অমর সিং প্রয়াত। অমর সিং ৬৪ বছর বয়েসে সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শনিবার। দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। ২০১৩ সাল থেকে কিডনীর সমস্যায় ভুগছিলেন তিনি। গত বেশ কিছু মাস সিঙ্গাপুরে তাঁর চিকিৎসা চলছিল। কয়েকদিন আগে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ তে রাখা হয়।

দিল্লির রাজনীতিতে অমর সিং এর ভুমিকা অন্যতম গুরুত্বপূর্ণ। তাঁর নিজের পার্টি ছাড়াও আদর্শ, বিশ্বাস নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলেই তিনি সমান ভাবে সমাদৃত ছিলেন। ২০০৮ সালে ইন্দো-মার্কিন পরমাণু চুক্তির সময় ইউপিএ সরকারের পাশ থেকে প্রথম সরে ‌যায় বামেরা। এরফলে সংখ্যালঘু হয়ে পড়ে মনমোহন সিং এর ইউপিএ সরকার। এই সময় তৎকালীন সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিং ‌যাদবকে রাজী করিয়ে ইউপিএর সমর্থনে পাশে দাঁড়ায় সপা, এবং সংসদে আস্থা ভোটে উতরে ‌যায় সরকার। এরপর থেকেই ভারতীয় রাজনীতির মানচিত্রে তাঁর উপস্থিত স্পষ্ট হতে থাকে।

২০১০ সালে সমাজবাদী পার্টির সমস্ত পদ থেকে ইস্তফা দেন অমর সিং। মূলত পার্টি প্রদানদের সঙ্গে মতপার্থক্যের জেরেই এই সিদ্ধান্ত। এরপরে নিজের রাজনৈতিক দলও গঠন করেন অমর সিং। তবে এই সময়ে ধীরে ধীরে তাঁর রাজনীতির ময়দানে প্রভাব কমে আসছিল। কিন্তু সম্প্রতি রাজ্যসভার সদস্য হওয়ার কারণে তার প্রত্যবর্তনের কথা উঠেছিল।

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube