
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের ভয়বহ অগ্নিকান্ডের ঘটনা ঘটল শহরে। বৃহস্পতিবার দুপুরে আনন্দপুরের একটি গাড়ির সার্ভিস সেন্টারে ঘটল এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। যার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে কমপক্ষে ৩৫টি গাড়ি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
পুলিশ সুত্রে খবর, গাড়ির পাশাপাশি এদিনেই এই অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে বহু গুরুত্বপূর্ণ নথি। খবর পেয়েই সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। বেশ কিছুক্ষনের মধ্যেই দমকলের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও পর্যন্ত কালো ধোঁয়ায় ভরে রয়েছে এলাকা। এখনও ঘটনাস্থলেই রয়েছে দমকল। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সহ তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তী। তবে এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। কিন্তু হঠাৎ করে কিভাবে ঘটল এই অগ্নিকান্ডের ঘটনা তা খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ।Latest posts by news_time (see all)
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023
- শ্রীলঙ্কার এক ব্যক্তিকে আটক করে ভারতীয় উপকূল রক্ষী - March 25, 2023