
।। স্বর্ণালী মান্না ।।
ভুমিকম্পের কবলে জাপানের হোক্কাইডো । রিখটার স্কেল অনুযায়ী ৬.১ তীব্রতার ভুমিকম্প হয় জাপানের হোক্কাইডো দ্বীপে । ঠিক এক মাস আগে হোক্কাইডো্তে ৬.১ তীব্রতার আরও একটি ভুমিকম্প হয়েছিল ।
জাপানের মেটিওরলজিকাল এজেন্সির তথ্য অনুযায়ী, হোক্কাইডো, আওমরি ও আইওয়েট অঞ্চলে কম্পন অনুভব করা যায় । সুত্রের খবর, ভুমিকম্পের উৎসস্থল আওমরির পূর্ব উপকূলে, ২০ কিমি গভীরে । এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্ক বার্তা জারি করা হয়নি ।
জাপান একটি ভুমিকম্প প্রবণ রাষ্ট্র ।প্রশান্ত মহাসাগরের “রিং অফ ফায়ার”-এর অন্তর্গত হওার কারণে জাপানে ভুমিকম্প হয়েই থাকে ।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023