
নিউজটাইম ওয়েবডেস্ক : বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। তার আগেই বাংলা যেন বোমার আঁতুড়ঘর। কোথাও বোমার আওয়াজে ঘুম ভাঙছে, কোথাও ফুটবল ভেবে বোমায় লাথি মেরে মৃত্যু হচ্ছে শিশুর। এই দুঃস্বপ্ন যেন জলভাত হয়ে গিয়েছে বাংলায়। এখনও অব্যাহত বোমা উদ্ধার। এক ব্যাগ তাজা বোমা উদ্ধার হল ভাঙড়ে। বোমা ছাড়াও উদ্ধার হয় বোমা বানানোর সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিন ২৪ পরগনার কাশিপুর থানার সোমনাথ কলোনির মোড়ে।
স্থানীয় চাষের জমি থেকে উদ্ধার হয় এই বোমা। এখনো জমিতে পরে আছে বোমা। স্থানীয়রা এগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাশিপুর থানার পুলিশ। পুলিশ বোমা গুলিকে ঘিরে রেখেছে। পুলিশের প্রাথমিক অনুমান রাতের অন্ধকারে এখানে বোমা তৈরির হয়েছে। কে বা কারা এই বোমা তৈরির কাজে যুক্ত তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার আগেই ভারী তুষারপাত - April 1, 2023
- ফের অশান্ত পাকিস্তান - April 1, 2023
- গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ - April 1, 2023