
নিউজটাইম ওয়েবডেস্ক : টানা ২১ দিন বাড়ার পর রবিবার থমকেছিল পেট্রোল, ডিজেলের দাম। একটু স্বস্তি পেয়েছিল আমজনতা। কিন্তু সোমবার সকালেই ফের বাড়ল জ্বালানি তেলের দাম। দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাই চারটি মেট্রো শহরেই বেড়েছে দাম। ফলে ফের মাথায় হাত সাধারণ মানুষের।
রবিবার দিল্লিতে পেট্রোলের দাম ছিল লিটার প্রতি ৮০ টাকা ৩৮ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ৮০ টাকা ৪০ পয়সা। সোমবার পেট্রোলের দাম বেড়েছে লিটার প্রতি ৫ পয়সা। অর্থাৎ সোমবার দিল্লিতে পেট্রোলের দাম ৮০ টাকা ৪৩ পয়সা প্রতি লিটার। অন্যদিকে সোমবার ডিজেলের দাম ১৩ পয়সা বেড়ে হয়েছে প্রতি লিটার ৮০ টাকা ৫৩ পয়সা। অর্থাৎ দিল্লিতে এখনও পেট্রোলের তুলনায় ডিজেলের দাম বেশি। একই ছবি দেখা গিয়েছে বাণিজ্য নগরী মুম্বইতেও। রবিবার সেখানে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ৮৭ টাকা ১৪ পয়সা ও ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৭৮ টাকা ৫১ পয়সা। সোমবার পেট্রোলের দাম ৫ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৮৭ টাকা ১৯ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৩২ পয়সা। অর্থাৎ মুম্বইয়ে সোমবার ডিজেলের দাম লিটার প্রতি ৭৮ টাকা ৮৩ পয়সা। কলকাতায় রবিবার লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৮২ টাকা ৫ পয়সা ও ডিজেলের দাম ছিল ৭৫ টাকা ৫২ পয়সা। সোমবার পেট্রোলের দাম ৫ পয়সা বেড়ে হয়েছে লিটার প্রতি ৮২ টাকা ১০ পয়সা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি ১২ পয়সা বেড়ে হয়েছে ৭৫ টাকা ৬৪ পয়সা। চেন্নাইয়ে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ৮৩ টাকা ৬৩ পয়সা ও ডিজেলের দাম প্রতি লিটার ৭৭ টাকা ৭২ পয়সা। এই শহরে পেট্রোলের দাম প্রতি লিটারে ৫ পয়সা ও ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা বেড়েছে। করোনা সংক্রমণের কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকে ৮২ দিন ধরে বন্ধ ছিল জ্বালানি তেলের মূল্য নির্ধারণ। ৭ জুন থেকে ফের একবার প্রতিদিন এই মূল্য নির্ধারণ শুরু করে তেলের কোম্পানিগুলি। আর তারপর থেকেই দাম বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের। লকডাউনের জেরে প্রায় দু’মাস রাস্তাঘাটে গাড়ির যাতায়াত ছিল অনেক কম। ফলে জ্বালানি তেলের দামে খুব একটা প্রভাব পড়েনি। সেইসঙ্গে জ্বালানি তেল থেকে রাজ্যগুলির আয়ও কমে গিয়েছিল। তার সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেলের দামও কমে যায়। তাই লকডাউন কিছুটা শিথিল হতেই শুল্ক বাড়াতে শুরু করে রাজ্য সরকারগুলি। সেইসঙ্গে দাম বাড়াচ্ছে তেল কোম্পানিও। আর তার ফলেই প্রতিদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ছে। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022