
।। স্বর্ণালী মান্না ।।
বাসমালিক সংগঠনগুলির দাবি আগামী তিন সপ্তাহের মধ্যে বাসের ভারা বৃদ্ধি না হলে রাস্তায়ে নামবে না কোনও বেসরকারি বাস । শুক্রবার বাসমালিক সংগঠনগুলি পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সাথে একটি বৈঠক করেন ।বাস ও অনলাইন ক্যাবের ভাড়া বৃদ্ধি করা নিয়ে হয় এই বৈঠক ।
এই বৈঠকে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর তাদের জানিয়ে দেন ভাড়া বৃদ্ধি করা সম্ভব নয় ।কলকাতা হাইকোর্ট বেসরকারি বাসের ভাড়ার বিষয়ে নির্দেশ দেন রাজ্য জুড়ে ২০১৮ সালের সরকারের নির্ধারণ করা ভাড়া কার্যকর করেতে হবে ।এর পাশাপাশি প্রত্যেকটি বাসে লাগাতে হবে ভাড়ার তালিকাও ।
সিটি সাবারবান বাস সার্ভিসেসের পক্ষ থেকে টিটু সাহা জানিয়েছেন, করোনার পর বাসের ভাড়া বৃদ্ধি করা খুবই প্রয়োজনীয় হয় দাঁড়িয়েছে ।আগামী তিন সপ্তাহের মধ্যে বাসের ভাড়া বৃদ্ধি না হলে সব বেসরকারি বাস রাস্তা থেকে তুলে নেওয়া হবে বলে তিনি জানান ।এছাড়াও তিনি জানান, ডিজেলের মূল্যবৃদ্ধির কারণেও বাড়াতে হচ্ছে বাস ভাড়া । এর পাশাপাশি বাসকর্মীদের বেতন বৃদ্ধিকেও বাসের ভাড়া বৃদ্ধির কারণ হিসেবে তুলে ধরছেন তিনি ।
তবে বাস মালিকদের বাস তুলে নেওয়ার এই হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না পরিবহণ দফতর । তাদের দাবি, এরকম হুমকি বাস মালিক সংগঠনগুলি এর আগেও দিয়েছিলেন । তবে সরকারের হস্তক্ষেপে তারা তাদের দাবি তুলেও নিয়েছিলেন ।
- পার্থর চিকিৎসায় গাফিলতি? - May 30, 2023
- আরও তীব্রতর হল কুস্তিগীরদের আন্দোলন - May 30, 2023
- কর্মবিরতির জেরে দূষিত চর্মনগরীর জলাশয় - May 30, 2023