
নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১২ সালের ১৬ই ডিসেম্বরের রাতটা এখনও প্রত্যেকটি ভারতবাসীর মনে দগদগে হয়ে আছে, আর সবথেকে বেশি তাতে কষ্ট পান যিনি তিনি হলেন নির্ভয়ার মা-বাবা। ইতিমধ্যে দোষী ও রাষ্ট্র ডুয়েল প্রায় একঘেয়ে হয়ে উঠেছে আমাদের প্রত্যেকের কাছে। নির্ভয়া কান্ডে দোষী প্রমাণিত ৪ জন, মুকেশ সিং, অক্ষয় সিং ঠাকুর, পবন গুপ্ত ও বিনয় শর্মা ইতিমধ্যেই আইনত সম্ভবপর সমস্ত রাস্তা নেওয়ার চেষ্টা করেছেন মৃত্যু দন্ডের হাত থেকে বাঁচার জন্য, যার কোনোটাই বিশেষ ধোপে টেকেনি। কিন্তু এর জন্য বারবার পেছিয়েছে বহু প্রতিক্ষিত মৃত্যুদন্ড।
অবশেষে শেষ চেষ্টা টুকুও করে ফেলার পর তাঁদের মৃত্যুদন্ডের সময় নির্ধারিত হয়েছে ২০ মার্চ বিকেল ৫টা ৩০ মিনিটে। ইতিমধ্যে পবন নামের এক ফাঁসুড়েকে দিয়ে তিহার জেলে হয়ে গেছে ফাঁসীর মহড়াও। তবে ইতিমধ্যে আবার একটি মরিয়া চেষ্টা করেন দোষী মুকেশ সিং। তাঁর আইনজীবি মঙ্গলবার আদালতকে জানান, ঘটনার দিন অর্থাৎ ১৬ই ডিসেম্বর ২০১২ তারিখে দিল্লিতেই ছিলেন না তাঁর মক্কেল। তবে দিল্লির আদালত তার এই আর্জি খারিজ করে দিয়েছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022