
নিউজটাইম ওয়েবডেস্ক : খোঁজ মিলল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি যাওয়া সদ্যজাতর। রবিবার সকালে মায়োর পাশ থেকে খোয়া যায় তাঁর সদ্যজাত শিশুটি। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে সদ্যোজাতর বাবা-মা। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তার সুত্র ধরেই উদ্ধার করা হয় ওই শিশুটিও। পুলিশের জালে এক।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যেবেলা প্রসব যন্ত্রণা নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন গড়বেতা থানার কাঞ্চনগিরি গ্রামের সুমিত্রা দাস খামরই নামে এক গৃহবধূ। সেদিন রাতেই একটি পুত্রসন্তান- এর জন্ম দেন তিনি। অভিযোগ, রাতে শিশুটিকে নিজের কাছে নিয়ে শুয়েছিলেন মা, কিন্তু রবিবার সকালে মা ঘুম থেকে উঠে দেখেন শিশুটি নেই। এর পরেই দায়িত্বে থেকে নার্সের কাছে বিষয়টি জানানো হয়। পরিবারের তরফে দাবি করা হয়েছে, হাসপাতলে আয়ারাই শিশুটি কে চুরি করেছে। এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।Latest posts by news_time (see all)
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023