
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন বহু মানুষ। তাই তাঁদের নিজ নিজ ঘরে পৌঁছে দিতে তৎপর হয়েছিল ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। ইতিমধ্যেই দেশের বইবিন্ন প্রান্ত থেকে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনা শুরু হয়েছে। এরইমধ্য়ে ফের করোনা সংক্রমণের খোঁজ মিলল দুই যাত্রীর শরীরে। এবিষয়ে একটি বিবৃতি জারি করে স্পাইসজেট বিমান সংস্থার মুখপাত্র এই সংক্রমণের খবরের সত্যতা জানিয়েছেন।
সোমবার আহমেদাবাদ থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিয়েছিল স্পাইসজেটের একটি বিমান। সেই বিমানের দুই যাত্রীর শরীরেই মিলল করোনার সংক্রমণ। গুয়াহাটি বিমানবন্দরে এদিন নামার পর তাঁদের শারীরিক পরীক্ষা করা হয়। বুধবার সেই রিপোর্ট হাতে এলে জানা যায় দুই যাত্রীর করোনা সংক্রমণের খবর। ইতিমধ্যেই ওই দুই যাত্রী সহ বিমানের অপারেটিং ক্রুকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। একইসাথে বাকি বিমান যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্পাইসজেট সংস্থার মুখপাত্র জানিয়েছেন, করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের তরফে যেসমস্ত বিধিনিষেধ পালন করতে বলা হয়েছিল তার সবকটিই পালন করছিল এই সংস্থা। সামাজুক দূরত্ব বজায় রাখার পাশাপাশি প্রতিটি যাত্রীকে মাস্ক, ফেস শিল্ড এবং স্যানিটাইজার সরবারহ করা হয়েছে। অপারেটিং ক্রুরা পিপিই কিট পরে কাজ করেছেন। বিমান উড়ার আগে তা স্যানিটাইজ করার পাশাপাশি যাত্রীর ব্যবহারের ট্রে টেবিল, সিট কভার, আর্মগ্রিস্টস, সিটবেল্টস, উইন্ডো শেডস এবং শৌচালয়ও স্যানিটাইজ করা হয়েছে। কিন্তু তার পরেও এভাবে বিমান যাত্রীদের শরীরে করোনা সংক্রমণের ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক বেড়েছে দেশের প্রতিটি মানুষের মধ্য়ে।Latest posts by news_time (see all)
- প্রথম রূপান্তরকামী ‘বাবা’ সন্তান প্রসব করলেন - February 9, 2023
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023