ফের দিল্লি জয়ের পর প্রথম মোদীর সঙ্গে বৈঠকে কেজরি

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মুখোমুখি হবেন অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মোদি।

মঙ্গলবার বেলা ১১ টায় পিএমও সংসদ ভবনে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।
গত সপ্তাহে সি এ এ, এন আর সি নিয়ে উত্তাল হয়েছিল দিল্লি। উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় এখন ও সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতির পরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বৈঠক যথেষ্ট অর্থবহ বলেও মনে করছে রাজনৈতিক মহল। উত্তর পূর্ব দিল্লির জেলা প্রশাসনের তৈরি করা ক্ষয়-ক্ষতির অন্তর্বর্তী রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি। চূড়ান্ত রিপোর্টে এই সংখ্যা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির অশান্তি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল রাজনৈতিক মহল থেকে আমজনতার একাংশ। সূত্রের খবর, সাম্প্রতিক এই অশান্তির ঘটনায় ৪৬টি খুনের মামলার তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এরূপ অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube