
নিউজটাইম ওয়েবডেস্ক : তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম মুখোমুখি হবেন অরবিন্দ কেজরিওয়াল ও নরেন্দ্র মোদি।
মঙ্গলবার বেলা ১১ টায় পিএমও সংসদ ভবনে এই বৈঠক হবে বলে জানা গিয়েছে।গত সপ্তাহে সি এ এ, এন আর সি নিয়ে উত্তাল হয়েছিল দিল্লি। উত্তর-পূর্ব দিল্লির হিংসার ঘটনায় এখন ও সাধারণ মানুষের আতঙ্ক কাটেনি। এই পরিস্থিতির পরেই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দিল্লি মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের এই বৈঠক যথেষ্ট অর্থবহ বলেও মনে করছে রাজনৈতিক মহল। উত্তর পূর্ব দিল্লির জেলা প্রশাসনের তৈরি করা ক্ষয়-ক্ষতির অন্তর্বর্তী রিপোর্ট সামনে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, এখনও পর্যন্ত হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২২টি বাড়ি, ৩২২টি দোকান এবং ৩০১টি গাড়ি। চূড়ান্ত রিপোর্টে এই সংখ্যা আরও বাড়বে বলেও জানানো হয়েছে।

Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022