
সম্প্রতি বিয়ে সেরেছেন টলি অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায় । গাঁটছড়া বেঁধেছেন পুরোপুরি আলাদা পেশার মানুষের সাথে । এবার পালা অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়ের । খুব সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম আকাউন্টে আইবুড়োভাতের ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী রূপসা ।
কিছুদিন আগেই প্রেমিকের সাথে বাগদান সেরেছেন রূপসা । গত বছরের শেষের দিকেই তিনি তাঁর মনের মানুষকে সবার সামনে আনেন । আর পরিচয় পর্বের পরেই জানান নতুন বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী । ইতিমধ্যেই দেখা গেল হবু স্বামী সায়নদীপের সঙ্গে আইবুড়োভাত খেতে । সামাজিক মাধ্যমে সেই ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নিজেই ।
রূপসার হবু স্বামী সায়নদীপ কর্পোরেট সেক্টরে কর্মরত । বেশ কিছুদিন আগে একটি সামাজিক অনুষ্ঠানে দেখা হয় দু’জনের। সেখান থেকেই প্রেম আর প্রেম গড়াচ্ছে বিয়েতেও । আইবুড়ভাতের ছবি দেখার হবু দম্পতিকে পরেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা ।
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023