
।। প্রদীপ সরকার ।।
ফের চিতাবাঘের হামলার ঘটনা ঘটল ডুয়ার্সে। বুধবার সকালে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের গুরুতর আহত হন এক যুবক।স্বাভাবিক ভাবেই এই ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সূত্রের খবর সকাল আটটা নাগাদ বছর ৩৬-এর ফাগু মুন্ডা নামে এক যুবক চা বাগানে কাজ করতে গিয়েছিলেন। সেই সময় পিছন থেকে একটি চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে। তার মাথায় এবং পিঠে থাবা বসিয়ে দেয়। তাঁর চিৎকারে চিতাবাঘটি ভয় পেয়ে পালিয়ে যায়।এরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন । সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
Latest posts by news_time (see all)
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023