
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের উত্তপ্ত কাবুল। শুক্রবার রাতে গুলি বর্ষণের ঘটনা ঘটে আফগানিস্তানের রাজধানীতে। আফগান সংবাদ সংস্থা সূত্রে খবর এই গুলি বর্ষণে নিহত হয়েছেন প্রায় ১৭ জন, আহতের সংখ্যা প্রায় ৪০। এঁদের সকলকে কাবুল এমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতাল সূত্রেই জানা যায়, শহরের বিভিন্ন প্রান্তে শূণ্যে গুলি ছোঁড়ার ঘটনার জেরে এই বিপর্যয়। মূলত পঞ্জশিরের দখল নেওয়ার সংঘর্ষেই গুলি ছুঁড়ে উল্লাসে মেতে ওঠে তালিবানরা।
প্রায় সমগ্র আফগানিস্তানের দখল নিতে পারলেও মাসুদ রাজ্যের দখল নেওয়া নিয়ে এখনও চলছে যুদ্ধ। নর্দ্যান অ্যালায়েন্সের সুযোগ্য প্রতিরোধের মুখে পড়েছে তালিবানিরা। শুক্রবার যদিও তালিবানের তরফ থেকে দাবি করা হয়, কাবুলের মতই চারিদিক থেকে ঘিরে দখল করে নিয়েছে পঞ্জশির। সূত্রেক খবর, পঞ্জশিরে মাসুদ গোষ্ঠীর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দু-পক্ষেরই প্রায় ৩০০-রও বেশি যোদ্ধার মৃত্যু হয়েছে। এরপরেই তালিবানের তরফ থেকে দাবি ওঠে ভ্যালি অফ ফাইভ লায়ন দখল করেছে তারা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022