ফের ঘটলো মৃতদেহ আগলে রাখার ঘটনা

মৃত্যু হয়েছে স্বামীর । অন্যদিকে স্ত্রী, কিছুটা মানসিক ভারসাম্যহীন, স্বামীর দেহ আগলে রয়েছেন । আজ দুপুরে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন খবর দেন পুলিশে ।ঘটনাটি ঘটেছে হাওড়া ব্যাটরা থানার অন্তর্গত ডুমুরজলা এইচ আই টি কোয়ার্টারে ।

ঘটনাস্থলে পৌঁছান ব্যাটরা থানার পুলিশ । তারাই এসে দরজা ভেঙে উদ্ধার করেন সমর ভট্টাচার্য (৭৫) নামে বৃদ্ধের পচাগলা মৃতদেহ । তার স্ত্রী রমা ভট্টাচার্য অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন ।ওই দম্পতি ছিলেন নিঃসন্তান তাই রমা দেবির দেখাশোনা করার জন্য পরিবারের অন্য সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে স্থানীয় সুত্রে খবর ।

সুমিত পাল নামে স্থানীয় এক বাসিন্দা জানান প্রাক্তন ব্যাংক কর্মী, সমর বাবু , ছিলেন খুবই মিশুকে ।মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে তাঁর স্ত্রী কাউকে খবর দিতে পারেননি বলেই তাঁর দাবি ।

সমর বাবুর মৃত্যু কারণ এখনও পর্যন্ত জানা যায়নি ।তবে সঠিক কারণ জানতে পুলিশের তরফ থেকে  মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube