
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ফের চলল গুলি। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে ঘটে এই ঘটনাটি। সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী।
জানা গিয়েছে, দু’জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি হঠাৎ করেই একটি লাল রঙের স্কুটিতে চড়ে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের সামনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তাঁদের মধ্যে একজন লাল জ্যাকেটও পরেছিল। তবে পুলিশ সুত্রে খবর, এদিনের ঘটনায় সেভাবে কেউ আহত হননি। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলন ক্রমশ্য বেড়েই চলেছে। বিভিন্ন ভাবে আন্দোলনকারীদের ওপর আঘাত হানা হচ্ছে। সিএএ বিরোধী আন্দোলনকারীদের ওপর এভাবে হামলা চালানো হলেও কী করছে দেশের পুলিশ? তাই পুলিশের তৎপরতা নিয়েও উঠছে হাজারো প্রশ্ন। অন্যদিকে দিল্লির শাহিনবাগ ও জামিয়াতে সিএএ বিরোধী আন্দোলনে গুলি চালানোর ঘটনায়র প্রতিবাদে জানিয়ে সাউথ-ইস্ট দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চিন্ময় বিশওয়ালকে তাঁর পদ থেকে অপসারিত করা হয়েছে।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023