
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের শ্বেতাঙ্গ পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ! গ্রেফতারের সময় একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে গুলি করে হত্যা করেন এক পুলিশ আধিকারিক। এই ঘটনায় মার্কিন শহর আটলান্টায় পদত্যাগও করেছেন পুলিশ প্রধান, জানিয়েছেন মেয়র। এই নতুন হত্যা ফের একবার বর্ণবাদ এবং পুলিশি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদের আগুনে নতুন করে ঘি ঢেলেছে, নতুন করে জন্ম দিয়েছে ক্ষোভের। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি আন্তঃরাজ্য মহাসড়ক অবরোধ করেছে এবং শনিবার গভীর রাতে যেখানে ২৭ বছর বয়সী রেয়শার্ড ব্রুকসকে হত্যা করা হয়েছিল সেই ওয়েন্ডি এলাকা ঘিরে রেখেছে। মেয়র কেইশা ল্যান্স বটমস পুলিশ চিফ এরিকা শিল্ডসের পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা পরেই বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে।
রেয়শার্ড ব্রুকস শুক্রবার গভীর রাতে ওয়েন্ডির একটি ফাস্টফুড রেস্তোঁরার কাছে তাঁর গাড়িতেই ঘুমিয়ে ছিলেন এবং রেস্তোরাঁর কর্মীরা পুলিশকে ফোন করে অভিযোগ জানায় যে ব্রুকস এভাবে শুয়ে অন্য গ্রাহকদের বাধা দিচ্ছেন। জর্জিয়া তদন্ত ব্যুরো জানিয়েছে যে পুলিশ ব্রুকসকে গ্রেফতার করার চেষ্টা করলে তিনি পুলিশকে বাধা দেন। সার্ভিলিয়েন্স ভিডিওতে দেখা গিয়েছে যে “অফিসারদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি চলাকালীন ব্রুকস এক পুলিশকর্মীর বন্দুক কেড়ে নেয় এবং পালাতে চেষ্টা করে। অফিসাররা ব্রুকসকে তাড়া করলে ব্রুকস পুলিশের দিকে বন্দুক তাক করে। তখন গুলি চালাতে বাধ্য হন পুলিশকর্মী,” বলা হয়েছে এক বিবৃতিতে। ব্রুকসকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তবে অস্ত্রোপচারের পরে তিনি মারা যান। সূত্রের খবর, একজন পুলিশ কর্তাও আহত হয়েছেন। আমেরিকা এখন বর্ণবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদে, বিক্ষোভে জেরবার। ২৫ মে পুলিশ হেফাজতে থাকাকালীন আরেক আফ্রিকান আমেরিকান জর্জ ফ্লয়েডের হত্যার মধ্য দিয়ে ব্যাপক নাগরিক বিক্ষোভ শুরু হয়েছে মার্কিন মুলুকে। একজন শ্বেতাঙ্গ মিনিয়াপোলিস পুলিশ অফিসার প্রায় নয় মিনিটের জন্য তাঁর ঘাড়ে হাঁটু গেড়ে বসে থাকার পর ফ্লয়েড মারা যান।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022