
নিউজটাইম ওয়েবডেস্ক : ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সোমবার ফের ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। তবে এদিন কম্পনের মাত্রা ছিল অনেক কম। এখনও পর্যন্ত সেভবে ক্ষয়ক্ষতির কোন খবর পাোযা যায়নি।
সোমবার দুপুর ১টার দিকে কেঁপে ওঠে দিল্লি-গুরুগ্রাম সীমান্তে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ২.১। এবং ভূমি থেকে ১৮ কিমি গভীরে ছিল কম্পনের উপকেন্দ্র। এদিন এমনটাই তথ্য মিলেছে জাতীয় ভূমিকম্প কেন্দ্রের তরফে। এর আগে রবিবার দিন সকাল ১১.৫৫ মিনিটে দিল্লি এনসিআরে মৃদু ভূমিকম্প হয়। সেই কম্পনের মাত্রা ছিল ১.৩। এই কম্পনের উৎসস্থল ছিল রোহতাকের দক্ষিণ-পশ্চিম অংশে। করোনার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন দেশবাসী। লাফিয়ে লাফিয়ে প্রিতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্র, গুজরাট ও দিল্লির মতো শহরগুলিতে। আর এই মহামারীর মধ্যেও রাজধানী শহর দিল্লিতে একের পর এক ভূমিকম্পের ঘটনা ঘটেই চলেছে। লকডাউনের মধ্যে গত ১২ এপ্রিল থেকে ২৯ মে-র মধ্যে ১০ বার ভূমিকম্পের কবলে পড়েছে এই মহানগরের বাসিন্দারা। তবে একনও পর্যন্ত দিল্লিতে যতবার ভূমিকম্প হয়েছে, সেগুলির প্রত্যেকটির কম্পনের মাত্রা ছিল অনেকটাই কম। তবে আগামী দিনে বড়সড় কোন বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।Latest posts by news_time (see all)
- দুর্ঘটনায় মৃত্যু পরিজায়ী শ্রমিকের - June 3, 2023
- দুর্ঘটনায় গুরুতর জখম, খোয়া গিয়েছে টাকাও - June 3, 2023
- দুর্ঘটনার কবলে একই পরিবারের ৩ সদস্য, নিখোঁজ ২! - June 3, 2023