
নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে। দিনের পর দিন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেন বেড়েই চলেছে। করোনার কবল থেকে রেহাই মেলেনি ভারতেরও। শেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯। এবার ফের করোনা সন্দেহে বেলেঘাটা আইডিতে ভর্তি করা হল এক যুবককে। জানা গিয়েছে সৌদি আরব থেকে রবিবার কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে স্ক্রিনিং-এর পর তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া।
জানা গিয়েছে ওই যুবকের নাম মিনারুল শেখ। তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পেশায় তিনি একজন সাফাই কর্মী। কাজের সুত্রে সৌদি আরবেই থাকেন তিনি। থার্মাল স্ক্যানে করার পর ধরা পড়ে জ্বর রয়েছে ওই যুবকের। সাথে রয়েছে সর্দি-কাশি। তারপরেই অ্যাম্বুলেন্সের করে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর পরীক্ষা–নিরিক্ষা চলছে। আবার নতুন করে কেরালায় ৫ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাঁদের মধ্যে তিনজন ইটালি থেকে ভারতে ফিরেছেন। এই ৫ জনের পর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। এমনটাই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক।Latest posts by news_time (see all)
- ফের ভূমিকম্প… - March 28, 2023
- নদীয়াড়া গ্রামের মাতৃ আরাধনা - March 28, 2023
- “কেন্দ্র আমাদের টাকা দিচ্ছেনা, তা সত্ত্বেও আমরা বিভিন্ন প্রকল্পে সেরা হচ্ছি…” - March 28, 2023