
নিউজটাইম ওয়েবডেস্ক : গত ২৪ ঘন্টায় ফের করোনা আক্রান্তের সংখ্যার নতুন রেকর্ড গড়ল ভারত। বিগত কয়েকদিন ধরেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের ঘরেই ঘোরাফেরা করছে। এবার ফের গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৭৬৭ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। যার ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৮৬৮। নতুন করে শনিবার মৃত্যু হয়েছে ১৪৭ জনের। যার জেরে এবার মৃতোর মোট সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৮৬৭।
তবে কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী ভারতে করোনা ভাইরাসে মৃতের সংখ্যাক তুলনায় সুস্থ হওয়ার সংখ্যা অনেকটাই বেশি। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা যেখানে ৩ হাজার ৮৬৭ সেখানে সুস্থ হয়েছেন ৫৪,৪৪১ জন। বর্তমানে দেশজুড়ে চলছে চতুর্থ দফার লকডাউন। এই পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ অনেকখানি শিথিল করা হয়েছে। যার ফলে একলাফে আক্রান্তের সংখ্যাটা বেশ খানিকটা বেড়েছে। চতুর্থ দফার লকডাউন যেদিন শুরু হয় অর্থাৎ সোমবার করোনা আক্রান্তের সংখ্যাটা যেখানে ছিল ৫,২০০। তার পর শুক্র ও শনিবার সেই সংখ্যাটা বেড়ে ৬ হাজার ছাড়িয়েছিল। এই পরিস্থিতিতে ফের বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী কয়েকদিনে আন্তর্জাতিক বিমান চালাচলও শুরু হবে বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী। যদিও ইতিমধ্যেই সেই সিদ্ধান্তের বিরোধীতা করেছে মহারাষ্ট্রর, তামিলনাড়ু সহ পশ্চিমবঙ্গ সরকার। সুতরাং বিমান পরিষেবা চালু হলে করোনা আক্রান্তের সংখ্যা ফের বাড়বে কিনা তা এখন সময় বলবে।Latest posts by news_time (see all)
- হাওড়াবাসীদের জন্য একাধিক উপহার, আজ উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 9, 2023
- নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল গাড়ি, অবিশ্বাস্য ঘটনা ঘটল এরপর - February 9, 2023
- বৃহস্পতিবার শুরু মেগা সিরিজ - February 8, 2023