Notice: Undefined offset: 0 in /home4/newstime/public_html/wp-content/themes/newsium/functions.php on line 406

ফের করোনার থাবা বলি পাড়ায়, দুই মেয়ের পর এবার করোনার কবলে প্রযোজক করিম মোরানি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা থাবা বসিয়েছে গোটা দেশে। আর এই মারণ ভাইরাসের কবল থেকে বাদ পড়েনি বলিউডও। আগেই দুই মেয়ে জোয়া এবং সাজা করোনায় আক্রান্ত হয়েছিলেন। এবার সেই দলে নাম লেখালেন তাঁদের বাবা তথা বলিউডের প্রখ্যাত প্রযোজক করিম মোরানিও। 

দুই বোন একসাথে করোনা আক্রান্ত হওয়ার পরেই কোনরকম ঝুঁকি না  নিয়ে মঙ্গলবারই মোরানি পরিবারের সব সদস্যের কোভিড-১৯ টেস্ট করানো হয়। রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যায় করিম মোরানিরও করোনা পজিটিভ। বর্তমানে নানাবতী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে। 

করিম মোরানির ভাই মহম্মদ জানান, ” হ্যাঁ, করিমের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে তাঁর স্ত্রীর রিপোর্ট নেগেটিভ। আমি এটাই আশঙ্কা করেছিলাম, কারণ, করিম তাঁর দুই মেয়ের সঙ্গে ছিলেন। আমরা আজই ওকে নানাবতী হাসপাতালে ভর্তি করেছি। পুরসভার তরফে পুরো বিল্ডিংটি স্যানিটাইজ করা হচ্ছে এবং সিল করে দেওয়া হয়েছে। যাতে ওই বিল্ডিংয়ের অন্যরা সুরক্ষিত থাকেন। এদিকে এদিনও শাজার (করিম মোরানির মেয়ে) টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। প্রার্থনা করছি পরবর্তী টেস্টের রিপোর্ট যেন নেগেটিভ আসে।”

করিম মোরানি ‘রা ওয়ান’,  ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যপি নিউইয়ার’, ‘দিলওয়ালে’ সহ একাধিক বলিউড ছবির প্রযোজনা করেছেন।

 

 

 

Inform others ?
Show Buttons
Hide Buttons