
নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আবহে অর্থনৈতিক মন্দার মধ্যেই ফের এক বড়সর ঘোষণা রিলায়েন্স জিওর। মুকেশ আম্বানির এই সংস্থা গ্লোবাল এনার্জি সুপার মেজর বিপি পিএলসির সংঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বলে জানানো হল। জিও-বিপি ব্র্যান্ডের অধিনে জ্বালানী তেলের ব্যবসায় নামছে রিলায়েন্স ইন্ডাসট্রিজ প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার ঘোষণা হল এই দুই সংস্থার যৌথ উদ্যোগ রিলায়েন্স বিপি মোবিলিটি।
ইতিমধ্যেই তেল, গ্যাস, ল্যুব্রিক্যান্টস ও পেট্রোকেমিক্যালের বাজারে একচেটিয়া আধিপত্য আছে বিপি গোষ্ঠির। বেশ কিছু সময় ধরেই তারা তেলের খুচরো ব্যবসায়ে আসার কথা বলছিলেন। এর জন্যেই গত বছর বিপি, ১৪০০ টি পেট্রোল পাম্পের ৪৯ শতাংশ শেয়ার এবং রিলায়েন্স ইন্ডাসট্রিজ লিমিটেডের মালিকানাধানে থাকা ৩১ টি এভিয়েশন টারবাইন ফুয়েল (এটিএফ) স্টেশন ১০০ কোটি ডলারের বিনিময়ে কিনেছেন। যার ভারতীয় মুদ্রায় মুল্য দাঁড়ায় ৭৫১৭ কোটি ৫০ লক্ষ টাকা। বাকি ৫১ শতাংশ শেয়ার আছে রিলায়েন্স ইন্ডাসট্রিজের কাছেই আছে। দেশে খুচরো তেলের ব্যবসায় পা রাখার কথা আগেই ঘোষণা করেছিল বিপি বহুজাতিক সংস্থা। ২০১৯-এ এই বিষয়ে প্রথম যৌথ বিবৃতি দেয় এই দুই সংস্থা। এই বিবৃতিতে জানানো হয় বিপি এবং রিলায়েন্স ইন্ডাসট্রিজ প্রাথমিক চুক্তি অনুসারে বেশ কয়েক মাস ধরে কাজ করে চলেছেন। প্রসঙ্গত, করোনার জেরে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাসট্রিজ বিপুল ক্ষতির মুখে পড়েন। এই কঠিন সময়েও মুকেশ আম্বানির সংস্থা ১১টি বিদেশি লগ্নি টেনে এনেছে, এবং নিজেদের ঋণমুক্ত করেছেন।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022