
সোমবার জেলা স্বাস্থ্য অধিকর্তা দের সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্বাস্থ্য ভবন। গোটা বিশ্বে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ । এই পরিস্থিতিতে জেলা হাসপাতাল গুলির পরিকাঠামো কেমন রয়েছে, সংক্রমণ বাড়লে তা সামাল দেওয়া যাবে কি করে তাই আলোচনা হবে বৈঠকে।
হাসপাতাল গুলিতে পর্যাপ্ত অক্সিজেন, পি পি ই কিট আছে কি না , কোভিড বেডের সংখ্যা কত তাই নিয়েই এই আলোচনা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অ্যাডভাইসারি পাঠিয়েছে রাজ্য গুলিতে। সেখানেও সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে অক্সিজেন যোগানের উপর।
Latest posts by Priyanka Banerjee (see all)
- অবশেষে তিহাড় জেলেই ঠাঁই হল কেষ্টার - March 21, 2023
- ক্যান্সার আক্রান্ত বাবাকে দেখতে গিয়ে দেওয়া হল না উচ্চমাধ্যমিক পরীক্ষা - March 21, 2023
- হাজিরা এড়ালেন কালীঘাটের কাকু? - March 20, 2023