
নিউজটাইম ওয়েবডেস্ক : ফের আদালতে গড়াল নির্ভয়া মামলা। এবার পাতিয়ালা হাউস কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করল কেন্দ্র সরকার। শুক্রবারই নির্ভয়ার দোষীদের ফাঁসিতে অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করে পাতিয়ালা হাউসকোর্ট।
শনিবার দিল্লি হাইকোর্টে সলিসিটার জেনারেল তুষার মেহতা দোষী সাব্যস্ত মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা ও অক্ষয় ঠাকুরের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর করার আর্জি জানান।তাঁর বক্তব্য, চারজনকে একসঙ্গে ফাঁসি দিতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। প্রয়োজনে তাদের পৃথকভাবেও ফাঁসি দেওয়া যেতে পারে।তিনি আরও বলেন, এই চার ধর্ষক দেশের আইনি ব্যবস্থাকে খেলা ভেবে নিয়েছে। কেন্দ্রের বক্তব্য শোনার পর তিহার জেল কর্তৃপক্ষ ও দোষীদের জবাব তলব করে নোটিস জারি করেছে আদালত। হলফনামা জমা দেওয়ার জন্য ২৪ ঘন্টা সময় দেওয়া হয়েছে।রবিবার দুপুরে এই মামলার পরবর্তী শুনানি হবে।Latest posts by news_time (see all)
- বিশ্বজয় করে বাড়ি ফিরলেন হৃষিতা - February 2, 2023
- সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, চাঞ্চল্য - February 2, 2023
- রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির উদ্বোধনে মুখ্যমন্ত্রী - February 2, 2023