
শহরে দুর্ঘটনা ! ফের অনিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্সের জেরে দুর্ঘটনা ঘটল শহরের বুকে ।
একটি অ্যাম্বুলেন্স ইএসআই হাসপাতাল থেকে জেমস লং ধরে বেহালার দিকে যাচ্ছিল সেই সময় শখেরবাজার জেমস লং এর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি স্কুটিকে ধাক্কা মারে এবং পরবর্তীকালে পাশে থাকা একটি বাড়িতে ধাক্কা মারে। বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে । পাশাপাশি যে স্কুটি চালককে ধাক্কা মারে অ্যাম্বুলেন্স সেই স্কুটি চালক আশঙ্কাজনক অবস্থায় পাশেই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে । হতাহতের খবর এখনও নেই ।
Latest posts by Priyanka Banerjee (see all)
- জুমেও শুরু হল কর্মী ছাঁটাই - February 8, 2023
- মালতিকে নিয়ে বরফের মধ্যে প্রিয়াঙ্কা-নিক - February 8, 2023
- অবশেষে হলেন মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা - February 8, 2023