
।। স্বর্ণালী মান্না ।।
আটা বিতরণকে কেন্দ্র করে অশান্ত হল পাকিস্তান । কারাকোরাম হাইওয়ে জুড়ে বিক্ষোভকারীরা বসে পড়লেন ধর্নায় । পুলিশের সাথে ধস্তাধস্তিতে কার্যত রণক্ষেত্রের আকার নেয় কারাকোরাম হাইওয়ে । বিক্ষোভকারীরা পুলিশকে নিশানা করে পাথর ছুঁড়তে থাকে । এই ঘটনায় আক্রান্ত হন ৩ জন । বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে । ব্যবহার করা হয় কাঁদানে গ্যাসও ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মেরা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে হাজার হাজার মানুষ জমায়েত করে । পক্ষপাতিত্ব করে আটা বিতরণ করা নিয়ে প্রতিবাদ জানাতে আসেন তারা । তাদের নেতৃত্বে ছিলেন স্থানীয় গ্রামীন পরিষদের নাজিম, শাহজিনাত খান, ইজায খান প্রমুখ ।
পাথর দিয়ে কারাকোরাম হাইওয়ের রাস্তা আটকে দেয় বিক্ষোভকারীরা । যার ফলে ব্যহত হয় যানচলাচল । প্রায় ৫ ঘন্টার উপরে আটকে থাকে গিলগিট বালতিস্তানের যানবাহন । পুলিশ বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইলেও তারা কোনও কথা শুনতে রাজি হননি ।
এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন । পুলিশ ৩ জনকে আটক করলেও, পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে সুত্রের খবর ।
- রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে সম্মানহানির মামলা - May 30, 2023
- আবার চড়বে পারদ ? - May 30, 2023
- এসটিএফের অভিযানে বানচাল গাঁজা পাচারের ছক - May 30, 2023