ফের অবস্থার অবনতি পন্থের

নিউজটাইম ওয়েবডেস্ক : ঋষভ পন্থকে নিয়ে ফের উদ্বেগ। সোমবারই আইসিইউ থেকে সাধারণ বেড়ে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনাগ্রস্থ ভারতীয় দলের উইকেট রক্ষকে ।কিন্তু ২৪ ঘণ্টা যদি নিয়ে  যেতেই ফের তাকে নিয়ে উৎকণ্ঠা। এমআরআই রিপোর্টে আশঙ্কাজনক কিছু পাওয়া না গেলেও পন্থের শরীর ফুলতে শুরু করেছে। এমনকি ব্যথাও অনেক।টাই বেড়েছে তার শরীরে পন্থের হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে। তাঁর কোমরে আঘাত লেগেছে। ডান পায়ের হাঁটুতে তাঁর চোট রয়েছে।

রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পরে পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই এখন চিকিৎসা চলছে ভারতের তারকা উইকেটরক্ষকের। বিসিসিআই তার নিজস্ব ডাক্তারদের একটি প্যানেল গঠন করেছে, যারা ম্যাক্স হাসপাতালের ডাক্তারদের প্যানেলের সঙ্গে যোগাযোগ রাখছে।

ঋষভের অসুস্থতায় চিন্তিত খেলার মাঠের সতীর্থরা।পন্থ-র আরোগ্য কামনা করে ভারতীয় দলের পক্ষ থেকে পন্থের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে। কী বললেন কোচ থেকে তার সতীর্থরা, জানুন নীচের লিঙ্কে।

অধিনায়ক হার্দিক পন্থের বিকল্প নিয়ে বলেন, ‘অনেক খেলোয়াড় সুযোগ পেতে পারেন। ঋষভ যে মাপের খেলোয়াড়, তাতে ও যদি থাকত, তাহলে বড় পার্থক্য গড়ে দিত। কিন্তু ও খেলতে পারবে না। তাই ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করে আছে, তা দেখতে হবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube