ফের অগাস্ট মাসে লকডাউনের দিন বদল, ঘোষিত হল নতুন দিনক্ষণ

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার আর দিন পরিবর্তন করা হল না। শুধু একদিন সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। অর্থাৎ চলতি মাসে রাজ্য মোট ছ’দিন সার্বিক লকডাউন থাকবে। তার মধ্যে দু’দিন কেটে গিয়েছে।  

অগস্টের শেষ সপ্তাহে ২৭ অগস্ট (বৃহস্পতিবার) এবং ২৮ অগস্ট (শুক্রবার) সার্বিক লকডাউন ছিল। শনিবার ও রবিবারের পর আবার সোমবার (৩১ অগস্ট) সার্বিক লকডাউন কার্যকর হওয়ার কথা ছিল। 

বুধবার বিকেলে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অগস্টের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন ব্যাঙ্ক ও ব্যবসাজনিত কাজে সমস্যা হবে বলে একাধিক আবেদন জমা পড়েছে। তা বিবেচনা করেই আগামী ২৮ অগস্ট সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করা হচ্ছে। অর্থাৎ চলতি মাসে আর চারদিন সার্বিক লকডাউন বলবৎ হবে – ২০ অগস্ট (বৃহস্পতিবার), ২২ অগস্ট (শুক্রবার), ২৭ অগস্ট (বৃহস্পতিবার) এবং ৩১ অগস্ট (সোমবার)।

তবে সম্পূর্ণ লকডাউনের সূচি পরিবর্তন নতুন নয়, ইতিমধ্যে তা তিনবার করা হয়েছে। বুধবার চতুর্থবারে অবশ্য তারিখ রদবদলের পথে হাঁটল না নবান্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube