ফের অকোজো পিএম কেয়ারের ভেন্টিলেটর, ফেরত পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা রুখতে তৈরি পিএম কেয়ার ফান্ড থেকে ২০ টি ভেন্টিলেটর কিনেছিল চন্ডিগড় প্রশাসন। তার মধ্যে ১০ টিই ব্যবহারে অ‌যোগ্য বলে জানাল সেখানকার পিজিআইএমইআর হাসপাতাল। ইতিমধ্যেই সেগুলো ফেরত পাঠানোর সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ।

চন্ডিগড়ের সেক্টর ৪৮ ও সেক্টর ৩২ এ দুটি কোভিড হাসপাতাল চালু করা হয়েছে। এই দুই হাসপাতালের জন্যেই কেনা হয়েছিল এই ২০ টি ভেন্ডিলেটর। এই দুই সরকারি আওতাধীন হাসপাতালের মধ্যে একটিতে এখনও কাজ শুরু হয়নি, ফলে চালু হাসপাতালটিতে ১০ টি পাঠানো হয়। এই ১০টি ‌যন্ত্রই রোগীদের  পক্ষে অনুপ‌যুক্ত বলে জানায় পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ।

পিজিএমআইআর এর এক চিকিৎসক জানান, ‌যন্ত্রগুলিতে কিছু প্র‌যুক্তিগত অসুবিধা আছে। তা সত্বেও সরকারি তরফ থেকে কোনো রকম সাহা‌য্য করা হচ্ছেনা। এই সম্পর্কে রিপোর্টও পাঠানো হয়েছে জিএমসিএইচ-কে। কিন্তু তারা এই কথা মানতে নারাজ, এমনকি ফেরতও নিয়ে ‌যেতে চান না এই ‌ভেন্টিলেটর গুলি। তিনি জানান, এই ভেন্টিলেটর গুলিতে ১০০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন লেভেলের সুবিধা নেই।

প্রসঙ্গত, গত জুন মাসে ২,০০০ কোটি টাকা ভেন্টিলেটর কেনার জন্য বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এই টাকা দিয়ে কেনা হবে ৫০,০০০ ভেন্টিলেটর ‌যা সরবরাহ করা হবে দেশের বিভিন্ন রাজ্যের সরকার পরিচালিত হাসপাতাল গুলিতে। এই সমস্ত ভেন্টিলেটর মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অন্তর্ভুক্ত। এবং এই ভেন্টিলেটর নিয়ে অভি‌যোগ প্রথম নয়, এর আগেও মুম্বাই‌য়ের একটি হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয় ৮১টি ভেন্টিলেটর। একই অভি‌যোগে। এর পর ফের চন্ডিগড়ে এই একই ঘটনার পুণরাবৃত্তি হল।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube