ফুল ফোটালেন মেসি-এমবাপে জুটি

নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।

ফরাসি লিগে জয়ের ধারা বজায় রাখল প্যারিস সাঁ জা। নতেঁর বিরুদ্ধে ৪-২ গোলে জয় পেল গালতিয়েরের দল । চোটের জন্য নেইমার খেলতে পারেননি, কিন্তু শনিবার রাতে প্যারিসে ফুল ফোটালেন মেসি-এমবাপে জুটি। ম্যাচের শুরুতেই এলএমটেন এগিয়ে দিলেন,৫ মিনিটের মধ্যেই জাওয়েন আত্মঘাতী গোলে লিড বাড়াল পিএসজি। কিন্তু প্রথমার্ধেই দুরত্তপ্রত্যাবর্তন করে ম্যাচের ফল ২-২ করে ফেলে নতে। কিন্তু দ্বিতীয়ার্ধে দাপট দেখাল গালতিয়েরের দল। পেরেইরা, এমবাপে গোল করে দলের জয় নিশ্চিত করলেন। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ খেতাবের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মেসি বাহিনী।

গোল করলেন, দলকে জেতালেন, পিএসজির জার্সিতে নয়া রেকর্ড গড়লেন এমবাপে। প্যারিসের দলটির হয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন এমবাপেই। কাভানিকে টপকে পিএসজির জার্সিতে ২০১ গোল করে ফেলফেন ফরাসি তারকা স্ট্রাইকার। পিএসজির হয়ে ২০২০ সালে ২৯৮ ম্যাচে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন উরুগুয়ে ফরোয়ার্ড। এমবাপে এই রেকর্ড ভাঙলেন ২৪৭ ম্যাচেই। নয়া মাইলস্টোন তৈরির জন্য দলের পক্ষ থেকে বিশেষ উপহারও দেওয়া হয় এমবাপেকে ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube