‘ফিশচুলা ফেটে গিয়েছে,খুব ব্যথা’, কাতর স্বরে অনুব্রত

নিউজটাইম ওয়েবডেস্ক : আপাতত কলকাতা হাইকোর্টে স্বস্তি পেল না অনুব্রত মণ্ডল। তাঁকে দিল্লি নিয়ে যাওয়ার রায়ে কোনরকম অন্তর্বর্তীকালীন নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। অন্যদিকে দিল্লি যাওয়া রুখতে মরিয়া হয়ে উঠেছে কেষ্ট। গতকাল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট থেকে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার সমন আসে। আজ সকালে এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় অনুব্রত।সে আশায় জল ঢালল কোর্ট।

শুধুমাত্র কলকাতা হাইকোর্ট নয়, দিল্লি কোর্টেও আবেদন করেছেন অনুব্রতর আইনজীবী।অন্যদিকে আজ আসানসোল জেলে তোলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। ভার্চুয়ালি উপস্থিত করা হয়েছিল কেষ্টকে। সেখানে বিচারক অনুব্রতর ‘শরীর কেমন আছে?’ জানতে চাইলে তিনি প্রথমে বলেন, ‘ভালো আছি’। তবে পরের মুহূর্তেই সুর বদল।

ভার্চুয়াল আদালতে এদিন অনুব্রত বিচারককে বলেন, ‘ফিসচুলা ফেটে গিয়েছে স্যার। রক্তপাত হচ্ছে, খুব ব্যাথায় আছি।’ বিচারক জেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেবেন, এমন নির্দেশ দিয়েছেন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube