
।। স্বর্ণালী মান্না ।।
এবার দিল্লিতে একদিনে প্রায় ৩০০ জন মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায় । এই নিয়ে জরুরি বৈঠক সারলেন অরবিন্দ কেজরীওয়াল ।
গত বছরের আগস্ট মাসের পর থেকে প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছিল রাজধানী ।দেশের বাকি রাজ্যগুলির মতোই খুলে গেছিলো স্কুল-কলেজ ও অফিস । ছন্দে ফিরছিলেন দিল্লির বাসিন্দারা ।এমনকি ১৬ই জানুয়ারীতে, অতিমারি শুরু হওয়ার পর প্রথমবার, একটিও কোভিডের কেস নথিভুক্ত হয়নি । তবে বুধবার থেকে করোনা নিয়ে ফের চিন্তিত প্রশাসন ।
দিল্লির মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে ডাক্তারদের সাথে উপস্থিত থাকবেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব , অক্সিজেনের নোডাল অফিসার, ও মেডিক্যাল ডিরেক্টররা ।
ইতিমধ্যেই এইচ৩এন৩ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে । তারই মধ্যে কোভিডের এই বাড়বাড়ন্ত নিয়ে বেশ উদ্বেগেই আছে শাসকদল ।
বিশেষজ্ঞদের মতে, করোনার এক্স.বি.বি.১.১৬ প্রকারের কারণেই এত মানুষ আক্রান্ত হচ্ছেন । তবে তারা এও জানিয়েছেন যে এখনই ভয়ের কোনও কারণ না থাকলেও, কোভিড-বিধি মেনে চলার সাথে সাথে বুস্টার ডোজ নিয়ে রাখা উচিত ।
- কলকাতা বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক! - June 6, 2023
- দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সিদ্ধার্থনাথ সিংহ - June 6, 2023
- ত্রিকোণ প্রেমের জেরে খুন ! - June 6, 2023