
নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে ফিরতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি, এমনটাই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে। যদিও আগের বারের তুলনায় আপ-এর আসন সংখ্যা কমতে চলেছে বলেই মত বিভিন্ন সংস্থার এক্সিট পোলে।
শনিবার সম্পন্ন হয়েছে ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া। গতবারের ফলাফল রীতিমত চমকে দিয়েছিল রাজনীতিবিদদের। সেবারও এক্সিট পোলের রিপোর্ট আম আদমি পার্টির পক্ষে ছিল ঠিকই, কিন্তু ৬৭টি আসন কেজরিওয়াল একাই ছিনিয়ে নেবেন, এমনটা ভাবতে পারেননি কেউই। এবার গোড়া থেকেই হাওয়া আপ-এর দিকে। তারওপর জামিয়া মিলিয়া, জেএনইউ, শাহিনবাগ কেজরিওয়ালের পালে হাওয়া জোরদার করেছে।
এবারের বুথ ফেরত সমীক্ষা বলছে, গতবারের মত এবার আর অত আসন পাবেন না কেজরিওয়াল। তবে ইপসস-এর সমীক্ষা বলছে, আপ পেতে পারে ৪৪টি আসন, বিজেপির ঝুলিতে যাবে ২৬টি আসন। জন কি বাতের সমীক্ষা বলছে, ৪৮ থেকে ৬১টি আসন পেতে পারে আপ, বিজেপি পাবে ৯ থেকে ২১টি আসন। কংগ্রেস পেতে পারে একটি আসন। নিউজ এক্স বলছে, কেজরিওয়ালরা পেতে পারেন সর্বোচ্চ ৫৭টি আসন, বিজেপি পেতে পারে খুব বেশি হলে ১৭টি আসন। |একটা আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। ইন্ডিয়া টিভির সমীক্ষা অনুযায়ী, ঝাড়ুতে যাবে ৪৪টি আসন, ২৬টিতে জয় পেতে পারে পদ্মফুল।
সদ্যই ঝাড়খন্ড হাতছাড়া হয়েছে গেরুয়া শিবিরের। মহারাষ্ট্রেও ক্ষমতা ধরে রাখতে পারেননি অমিত শাহরা। এবার দিল্লিও হাতছাড়া হয়ে গেলে তা বিজেপির কাছে যথেষ্টই অস্বস্তিকর হবে বলে মত রাজনীতিবিদদের।
- পথের সাথী “মিশন উজালা” - March 26, 2023
- মুম্বাইয়ের স্কুলে শিক্ষিকা কারিনা - March 26, 2023
- প্রধানমন্ত্রীর “মন কি বাত” - March 26, 2023