
নিউজটাইম ওয়েবডেস্ক : আগেই চুড়ান্ত সেমেস্টার বা বর্ষের পরীক্ষা পিছিয়ে আর্জি জানিয়েছিলেন। করোনাভাইরাস আবহে এবার মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (নিট) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (জেইই মেন) ক্ষেত্রেও কেন্দ্রের কাছে একই আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার সকালে দুটি টুইটবার্তায় মমতা, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে আমাদের শেষ ভিডিয়ো কনফারেন্সে ২০২০ সালের সেপ্টেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে বিশ্ববিদ্যালয় বা কলেজের চূড়ান্ত টার্মের পরীক্ষা নিয়ে ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন) নির্দেশিকার বিরুদ্ধে কথা বলেছিলাম। যা পড়ুয়াদের জীবনকে বড়সড় বিপদের মুখে ঠেলে দেবে। সেপ্টেম্বরের মধ্যে নিট ও জেইই ২০২০ আয়োজন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নির্দেশিকার প্রেক্ষিতে বিপদের বিষয়টি মূল্যায়ন করে দেখা এবং পরিস্থিতি সহায়ক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখার জন্য কেন্দ্রের কাছে আবারও আবেদন জানাচ্ছি।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022