
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। সন্দীপ সুর ।।
এটা কী বললেন মনোজ তিওয়ারি? কেন বললেন? কী ভেবে বললেন ? শুনুন কী বললেন বাংলার অধিনায়ক। মঙ্গলবার অনুশীলনে বঙ্গ অধিনায়ক সাংবাদিকদের সামনে বলে দিলেন, ‘একপেশে ফাইনাল হবে। আর ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হব আমরা।’ কী বলবেন, অতিরিক্ত আত্মবিশ্বাস ? আত্মতুষ্টি ? নাকি বিপক্ষকে চাপে ফেলার কৌশল? তা যদি হয় তাহলে বিপক্ষকে চাপে ফেলতে গিয়ে তো তাতিয়ে দিলেন! আর যদি আত্মতুষ্টি হয়, তাহলে আশঙ্কার কারণ তো আছেই। দুটো সমশক্তির দল। দু বছর আগে এই সৌরাষ্ট্রের কাছেই ফাইনালে হারতে হয়েছিল। সৌরাষ্ট্র দলে ব্যাটিংয়ে ভারি ভারি নাম। বোলিংয়ে জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া আছেন, একটা হাইভোল্টেজ ফাইনাল হতে যাচ্ছে। তার আগে বাংলা অধিনায়কের এমন মন্তব্যে অশনি সঙ্কেত তো আছেই। দল ভাল খেলছে, নিজে ভাল খেলছেন। তাই অবসরের প্রসঙ্গকে আপাতত দূরে সরিয়ে রাখছেন। ফাইনালের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চান মন্ত্রী মনোজ। জানিয়ে দিলেন, ম্যাচ জেতার সম্ভাবনা থাকলেই তিনি মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন।Latest posts by news_time (see all)
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023