ফাঁসি কা‌র্যকরের পর ট্যুইট নরেন্দ্র মোদির

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১২ দিল্লি গণধর্ষণকাণ্ডের চার অপরাধীর ফাঁসি কার্যকরের পর টুইটে প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মোদীর। l

শুক্রবার টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘ন্যায় প্রতিষ্ঠা পেয়েছে। নারীর মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার পক্ষে এই পদক্ষেপ সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমাদের নারী শক্তি সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করছে। একযোগে কাজ করে আমাদের এমন একটি দেশ তৈরি করতে হবে, যেখানে নারী ক্ষমতায়নের দিকে মনোনিবেশ করা হবে, যেখানে সমতা এবং সুযোগকে আগ্রাধিকার দেওয়া হবে।’

শুক্রবার ভোরে নির্ভয়া গণধর্ষণকাণ্ডের চার অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়ার চার ধর্ষক মুকেশ সিং, পবন গুপ্তা, বিনয় শর্মা, অক্ষয় কুমার সিংকে ফাঁসিতে ঝোলানো হয়।

বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মৃত্যুদণ্ডে আদেশ মুকুবের চেষ্টা চালিয়ে গিয়েছে নির্ভয়ার অপরাধীরা। ফলে মৃত্যুদণ্ডের চতুর্থ পরোয়ানা কার্যকর হবে কিনা তা নিয়ে প্রশ্ন  দেখা দিয়েছিল। তবে, ভোররাতেই দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, শুক্রবারই হবে ২০১২ দিল্লি গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্তদের ফাঁসি। সেই মত রাতেই তিহার জেলের সামনে হাজির হয়ে যান নির্ভয়ার মা সহ অন্যান্যরা ।

ভোর পাঁচটা চল্লিশ। জেলের মধ্যে থেকে ফাঁসি কার্যকরের খবর আসতেই আশাদেবী জানান, তিনি তাঁর মেয়ের ছবি জড়িয়ে ধরে ওকে একটাই কথা বলেছেন, অবশেষে  ন্যায়বিচার পেল সে। তিনি আর ও বলেন, সাত বছরের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই। শেষ পর্যন্ত ওরা (নির্ভয়াকাণ্ডের চার অপরাধী) ফাঁসিতে ঝুলেছে। অবশেষে বিচার পেয়েছেন তাঁরা । এই দিনটি দেশের সব মেয়েদের জন্য উৎসর্গীকৃত। ন্যায়বিচারের জন্য এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানান নির্ভয়ার আশাদেবী। গত সোমবার মৃত্যুদণ্ড রদ করার আবেদন নিয়ে জরুরি ভিত্তিতে শুনানি প্রার্থনা করে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের দ্বারস্থ হয় নির্ভয়ার চার অপরাধীর তিন জন। কিন্তু শেষরক্ষা হলোনা ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube