ফসলের সঠিক দাম পাচ্ছেন না কৃষকরা

এই মরশুমে শীতকালীন শাক-সবজির ফলন অনেক বেশি হলেও দাম পাচ্ছেননা কৃষকরা । রায়গঞ্জের টেনোহরি এলাকায় মাঠ-মাঠ ফসল ফলিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা ।

এবছর শীতকালীন শাক-সবজির চাষ ব্যাপক ভাবে হলেও দাম পাচ্ছেন না কৃষকরা । বাজারে শাক-সবজি বিক্রি করতে গিয়ে একপ্রকার ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের।গত বেশ কয়েক মরসুমে শাক-সবজি চাষের জন্য আবহাওয়া প্রতিকূল অবস্থাতে থাকলেও বাজারে বেশ চড়া দাম পেয়েছিলেন কৃষকরা কিন্তু এবছর সেই আশায় জল ঢেলেছে আবহাওয়াই । আবহাওয়া ভালো থাকার দরুন প্রত্যাশার চেয়েও অতিরিক্ত ফলন হয়েছে এবছর, আর তার জেরে খুব কম দামে বাজারে শাক-সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের । একেবারে মাঠকে মাঠ ভরে রয়েছে ফুল কপি, বাঁধা কপি, বেগুন, লাউ, ধনে পাতা, মূলো, সিম সহ অন্যান্য সবজিতে । কিন্তু দাম নেই বাজারে ।

কৃষকরা একপ্রকার হতাশার সুরেই বলছে গত বেশ কয়েক মরশুমে ব্যাপক দাম পেয়েছিলেন তাঁরা কিন্তু এবছর এত ফলন হয়েছে যে বাজারে তেমন দামই নেই । গত কয়েক বছর প্রাক শীতে বৃষ্টি হয়েছিলো যার ফলে ফলনও তেমন একটা হয়নি কিন্তু এবছর একবারে চাষের যোগ্য আবহাওয়ায় ফলন বেশি কিন্তু লাভের মুখ তাঁরা দেখতে পাচ্ছেন না ।

অন্যদিকে কৃষকদের ক্ষতির কথা স্বীকার করেছেন জেলা কৃষি বিভাগের উপকৃষি অধিকর্তা সফিক-উল-আলম । তিনি জানান, অত্যাধিক ফলন এবছর হয়েছে কৃষকদের যা গতবছরগুলোতে এতটা ছিলো না । তবে কৃষকদের জন্য যদি বাজারে বিক্রি করার ব্যবস্থা থাকে তবে কৃষকরা লাভের মুখ বেশি দেখতে পাবে বলে তিনি জানান ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube