পড়ুয়া কম, স্কুল বন্ধ করার নির্দেশ রাজ্য সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক :

কম ছাত্র সংখ্যা থাকলে বিদ্যালয় বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকারের শিক্ষাদপ্তর। সেই মর্মে উত্তর ২৪ পরগনা জেলার৫৪০টি স্কুল বন্ধের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা মোতাবেক স্কুল গুলিতে গিয়ে একাধিক সমস্যা সামনে এলো।

প্রথমত বরবড়িয়া জুনিয়ার হাই স্কুলটিতে গিয়ে দেখাগেল সেটিতে তালা ঝুলছে। পঞ্চায়েত থেকে সার্ভে করতে আসা প্রতিনিধিরা প্রধান শিক্ষককে একাধিকবার ফোন করলেও মোবাইল সুইচ অফ পান। সপ্তাহের প্রথম দিন সোমবার যখন সমস্ত স্কুল খোলা, সেখানে কি কারনে এই স্কুলটি বন্ধ তার কোন উত্তর মেলেনি। অন্যদিকে  কাঠুরিয়া জুনিয়র হাই স্কুলটি খোলা থাকলেও তাদের ছাত্র সংখ্যা ২৭ জন। প্রধান শিক্ষক জানালেন, ২০০৯ সালে বিদ্যালয়টি অনুমোদন  পেলেও মাত্র ১টি ক্লাসরুমেই ৫ম থেকে ৮ম শ্রেণী অর্থাৎ ৪টি ক্লাস চলতো। কয়েক বছর পূর্বে একটি ঘর হওয়াতে বর্তমানে স্কুলটিতে দুটি ক্লাস রুম। সেখানেই ৪টি শ্রেণীর ক্লাস নিতে হয়। বিদ্যালয়ে শিক্ষকদের বসার কোন ঘর নেই।

বিদ্যালয়ে পাঁচিল নেই। পর্যাপ্ত টয়লেট ও পানীয় জলের অভাব আছে। এমনই একাধিক অভাব নিয়ে বিদ্যালটি চললেও আগামী দিনে ছাত্র সংখ্যা ৫০ অতিক্রম করবে বলে আশা করেন প্রধান শিক্ষক। পরিকাঠামো গত এত ত্রুটি নিয়েও টেনে হিচড়ে চলছে স্কুল গুলি। স্কুল ও পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্নচিহ্ন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube