
।। প্রসেনজিৎ সাহা ।।
ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার শিক্ষক। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায় মঙ্গলবার সন্ধায়। এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম দেবব্রত মাইতি। তার বিরুদ্ধে অভিযোগ নবম শ্রেণির এক ছাত্রীকে পড়ানোর নাম করে তাকে বাড়িতে একা পেয়ে যৌন নির্যাতন করেন। জোর করে যৌনাঙ্গে আঙুল ঢোকানোর জেরে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়ে। তারপরেই বিষয়টি জানাজানি হয়। মাকে পুরো বিষয়টি জানান নির্যাতিতা।
এই ঘটনায় নির্যাতিতার মা নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মঙ্গলবার রাতেই। অভিযোগ পেয়েই অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করা হয় সোনারপুর গ্রামীণ হাসপাতালে। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে আজ বারুইপুর আদালতে পেশ করা হবে।
- চারধাম যাত্রার জন্য প্রস্তুত উত্তরাখণ্ড - March 23, 2023
- হাড়ের স্বল্প ঘনত্ত্ব বাড়িয়ে তুলতে পারে ডিমেনশিয়ার সম্ভাবনা - March 23, 2023
- স্কুলে অভাব জলের, জল আনতে ভ্যান নিয়ে ছুটছেন শিক্ষকরা - March 23, 2023