
প্লাষ্টিক বনধে সচেতনতা বার্তা নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের উদ্যেগে সৈকত শহর দিঘায় আয়োজিত হল ‘দিঘা বিচ ম্যারাথন দৌড়’। দিঘা বিধান চন্দ্র রায় ময়দানের সামনে থেকে দৌড় শুরু হয়। ৫ কিঃমিঃ, ১০ কিঃমিঃ , ২১ কিঃমিঃ তে দু’হাজার প্রতিযোগী অংশ নেন।
দিঘাকে প্লাস্টিক মুক্ত করার বার্তা নিয়ে বিচ ম্যারাথন আয়োজন করা হয়েছে। সঙ্গে উন্মাদনা বাড়ছে বিচ ফেস্টিভ্যাল নিয়েও। বিচ ম্যারাথন সফল করতে উদ্যোগী হয়েছে রোড রেস অ্যাসোসিয়েশন ও পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।
এই বিচ ম্যারাথন ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে সৈকত শহর জুড়ে। ভোররাত থেকেই শীতের আমেজ মেখে ম্যারাথন সফল করতে হাজির প্রতিযোগীরা।
সাফল্য যেই পাক এই উন্মাদনা প্রত্যেকের জয়।পরিবেশ রক্ষায় বিশেষ বার্তা প্লাস্টিক দূষণ রোধের এই অবিনব উদ্যোগ কে সাধুবাদ এলাকাবাসীর।
Latest posts by Priyanka Banerjee (see all)
- ‘সাহায্য তো দূরের কথা, কোনও অনৈতিক কাজ করতে পারব না’ বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - March 23, 2023
- বিয়ের প্রতিশ্রুতি দেখিয়ে ধর্ষণ, অভিযোগ জওয়ানের বিরুদ্ধে - March 23, 2023
- পথ দুর্ঘটনায় মৃত্যু উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর - March 23, 2023