
।। বিশ্বজিৎ ঘোষ ।।
আসানসোল, পশ্চিম বর্ধমান: কয়লা পাচার মামলায় “প্রভাবশালী” তত্ত্বে জামিন হলো না ইসিএলের প্রাক্তন ডিরেক্টর ও সিআইএসএফের ইন্সপেক্টরের । এই মামলায় চার দিন সিবিআই হেফাজত শেষে মঙ্গলবার ১৪ দিনের জেল হেফাজত হল ইসিএলের প্রাক্তন ডিরেক্টর টেকনিক্যাল (অপারেশন / ভারপ্রাপ্ত সিএমডি বা চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর) সুনীল কুমার ঝাঁ ও সিআইএসএফের ইন্সপেক্টর আনন্দ কুমার সিংয়ের ।
১৪ দিন হেফাজত শেষে আগামী ২৯ মে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে বিচারক রাজেশ চক্রবর্তী এদিন নির্দেশ দিয়েছেন । এদিন নতুন করে এই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কোন আবেদন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে করা হয়নি বলে সুত্রের খবর ।

দুজনের আইনজীবী শেখর কুন্ডু এদিন তাদের যে কোন শর্তে জামিন দেওয়ার আবেদন করেন । কিন্তু সিবিআইয়ের তরফে “প্রভাবশালী” তত্ত্বে এই দুজনের জামিনের বিরোধিতা করেন তাদের আইনজীবী রাকেশ কুমার । তিনি জানান, এখনো তদন্ত বাকি আছে । নতুন নতুন তথ্য উঠে আসছে । সেই সবকিছু পরীক্ষা ও যাচাই করা দরকার । এমন ক্ষেত্রে তাদেরকে জামিন দেওয়া হলে তদন্ত ব্যহত হবে । তাই তাদের জামিন নাকচ করে জেল হেফাজত পাঠানো হোক ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ১১ মে নোটিশ দিয়ে সুনীল কুমার ঝাঁ ও আনন্দ কুমার সিংকে সিবিআই জেরার জন্য কলকাতার নিজাম প্যালেসে ডেকে পাঠায় । তদন্তের স্বার্থে রাতে তাদের গ্রেফতার করা হয় । পরের দিন শুক্রবার ১২ মে তাদেরকে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করে চারদিনের হেফাজত চাওয়া হয়েছিলো ।
- রেলযাত্রীর চুরি যাওয়া চার লক্ষ টাকার সোনার অলঙ্কার উদ্ধার করল রেলপুলিশ - June 2, 2023
- সরকারি ভাবে বাস ভাড়া না বাড়ালে অকাল মৃত্যু হবে বেসরকারি বাস পরিবহনের! - June 2, 2023
- কুড়মি সমাজের ঝাণ্ডা অভিযানের কর্মসূচি অব্যাহত - June 2, 2023