প্রয়াত হলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী নিম্মি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যা ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার সন্ধায় জুহুর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। 

১৯৪৯ সালে রাজ কাপুরের সিনেমা ‘বরসাত’ দিয়ে বলিউডে পদার্পন করেন তিনি। এর পর থেকেই একের পর এক ছবিতে বলিউড কাঁপিয়েছেন তিনি। ‘বরসাত’ ছবিতে রাজ কাপুরের বিপরীতে ছিলেন নার্গিস। তবে নিম্মিকেও দেখা যায় গুরুত্বপূর্ণ চরিত্রে। সেখান এক পাহাড়ি মেয়ের ভূমিকায় দেখা যায় তাঁকে। তাঁর আসল নাম নবাব বানো হলেও রাজ কাপুর তাঁর নাম দেন নিম্মি। এক কথায় বলা যায়, নিম্মির আবিষ্কর্তা রাজ কাপুর। তিনিই নিম্মিকে ‘বরসাত’ ছবিতে দ্বিতীয় মহিলা লিড হিসেবে বেছে নেন। 

এর পর থেকেই একের পর হিট ছবি দর্শকদের উপহার দেন অভিনেত্রী। ১৯৫২ সালে মেহবুব খানের ‘আন’ ছাড়াও ‘মেরে মেহবুব’, ‘উড়ান খাটোলা’, ‘বসন্ত বাহার’, ‘পূজা কে ফুল’, ‘সাজা’,’ভাই ভাই’, ‘লভ অ্যান্ড গড’, ‘বনওয়ারা’, ‘দাগ’, ‘দিদার’, ‘বেদরদি’, ‘ওয়াফা’ ছবিতে ফাটিয়ে অভিনয় করতে দেখা যায় তাঁকে। রাজ কাপুরের হাত ধরে বলিউডে তাঁর যাত্রা শুরু হলেও দিলীপ কুমার-সহ একাধিক অভিনেতা সঙ্গে অভিনয় করেন তিনি। 

এস আলি রাজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন নিম্মি। এস আলি রাজা ছিলেন একজন বিখ্যাত সংলাপ লেখক। ২০০৭ সালে মৃত্যু হয় তাঁর। 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube