প্রয়াত সৌমিত্র : কেওড়াতলায় শেষকৃত্য, রবীন্দ্রসদনে শেষশ্রদ্ধায় শায়িত থাকবে দেহ

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র নক্ষত্রপতন। আজ, রবিবার বেলা ১২.১৫ মিনিটে প্রয়াত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অপু আজ সব লড়াইয়ে ইতি টেনে চলে গেলেন। সৌমিত্র মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক মিনিটের মধ্যে বেলেভিউ ক্লিনিকে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আজ দুপুর পৌনে একটা নাগাদ মিন্টো পার্ক লাগোয়া বেসরকারি হাসপাতালে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কনভয়। আগেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন পুলিশ কমিশানার, মন্ত্রী অরূপ বিশ্বাস, আলাপন বন্দ্যোপাধ্যায়রা।  হাসপাতাল চত্বরে ক্রমেই বাড়ছেন অনুরাগীদের ভিড়।স্বভাবতই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। 

পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সৌমিত্র চট্টোপাধ্যায় কন্যা। এদিন দুপুর ২টো নাগাদ বেলেভিউ থেকে ছাড়া হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পার্থিব শরীর। সেখান থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হবে তাঁকে, এরপর সেখান থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে যাওয়া হবে কিংবদন্তী শিল্পীর মরদেহ। সেখানে সৌমিত্রর দীর্ঘদিনের সহকর্মী, অনুজ শিল্পী,টেকনিশিয়ানরা তাঁকে শ্রদ্ধার্ঘ জানানোর সুযোগ পাবেন। দুপুর ৩.৩০-এর মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে আসা হবে রবীন্দ্র সদনে। সেখানে অভিনেতার অগুনতি অনুরাগীরা সৌমিত্রবাবুকে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন। ২ ঘন্টা সেখানে রাখা থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মরদেহ, জানালেন কন্যা। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ করেন, সাড়ে পাঁচটা নাগাদ সৌমিত্র চট্টোপাধ্যায়ের দেহ নিয়ে রওনা দেওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানের উদ্দেশ্যে। সন্ধ্যা ৬.১৫-৬.৩০ মধ্যে গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube