প্রয়াত সোমেন মিত্র, কংগ্রেসে শোকের ছায়া

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে ফের শোকের ছায়া। বুধবার গভীর রাতে প্রয়াত রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। ৭৮ বছর বয়সে বুধবার গভীর রাতে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পুরোনো পেসমেকার বদল করার জন্য ভর্তী হয়েছিলেন তিনি। এরপর শরীরে ক্রিয়েটিনিন বেড়ে গিয়ে নানান সমস্যা শুরু হয়। ডায়ালিসিস চলছিল। তবে পরিবার সূত্রে জানা ‌যাচ্ছে, মঙ্গলবার থেকে তাঁর অবস্থার উন্নতি হচ্ছিল। এমনকি বুধবার হাঁটাচলাও করেছেন তিনি, শুভানুধ্যায়ীর সঙ্গে দেখাও হয়েছে। এরপরই বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে তাঁর। রাতেই প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ট্যুইট করে জানানো হয় মৃত্যু সংবাদ।

প্রয়াত বরকত গনিখান চৌধুরীর শীষ্য সোমেন বাবু আর্মহার্স্ট স্ট্রীট এলাকায় ছোড়দা নামেই বেশি পরিচিত ছিলেন। রাজনীতি জীবন শুরু করেন কংগ্রেসের সাথে। প্রাক্তন শিয়ালদহ কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিধায়ক হয়েছেন তিনি। ২০০৭-০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গঠন করেন সোমেন বাবু। এরপর তৃণমূলে ‌যোগদান করেন, এবং ২০০৯ সালে ডায়মন্ডহারবার কেন্দ্র থেকে তৃণমূল সাংসদ হন। তবে ২০১৪ এর লোকসভা নির্বাচনের আগে ফের কংগ্রেসে ফিরে আসেন তিনি।

নয়ের দশকে তৎকালীন ‌যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সাথে সাংগঠনিক নির্বাচন লড়াইয়ের পর দল ছেড়েছিলেন। এরপরই ১৯৯৮ সালে সোমেন বাবু নির্বাচনে বিপ‌র্যয়ের দায়ে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এর ২০ বছর পর ২০১৮ সালে ফের প্রদেশ কংগ্রেস সভাপতি হন তিনি। তাঁর মৃত্যু কংগ্রেস রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube