
নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ষীয়ান রাজনীতিক-শিক্ষাবিদ কৃষ্ণা বসুর জীবনাবসান। শনিবার, সকাল ১০টা ২০মিনিট নাগাদ, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি পরলোক গমন করেন বলে জানা গিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। চারবছর আগে একবার হার্ট অ্যাটাকও হয় তাঁর। গত চার-পাঁচদিন ধরে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর দুই সন্তান সুগত বসু ও সুমন্ত্র বসু এদিন কলকাতায় মায়ের পাশে ছিলেন । তাঁর দুই ছেলেই শনিবার, সকালে তাঁর মৃত্যুর খবর জানান। ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয় তার। ১৯৩০ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন কৃষ্ণা বসু। তাঁর স্বামী ছিলেন সুভাষচন্দ্র বসুর বড় ভাই শরত্ চন্দ্র বসুর পুত্র শিশির বসু। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের উপর এম এ পাশ করেন। পরে কলকাতার সিটি কলেজে ৪০ বছর শিক্ষকতা করেন। তিনি ইংরেজি বিভাগের প্রধানও ছিলেন। আট বছরের জন্য কলেজের অধ্যাপিকা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের হয়ে যাদবপুর কেন্দ্রে, তিনবারের সাংসদ ছিলেন তিনি। একাধারে শিক্ষাবিদ ও রাজনীতিবিদ ছিলেন কবি কৃষ্ণা বসু।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022