
নিউজটাইম ওয়েবডেস্ক : ।। শান্তনু করণ ।।
প্রয়াত হলেন পান্ডব গোয়েন্দা খ্যাত সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্য জনিত অসুখে ভুগছিলেন। এছাড়াও গত রবিবার তার সেরিব্রাল স্ট্রোক হয়।এনিয়ে তিনমাসে তিনবার।তবে এবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। আজ সকাল ১১ টা নাগাদ তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার সূত্রে জানা গেছে ১৯৪১ সালে হাওড়ার ২০নম্বর গোপাল ব্যানার্জী লেনের ষষ্ঠী তলায় তার জন্ম হয়।১৯৬০ সালে তার ফিচার ধর্মী লেখা প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয়তে।হাসির গল্প,ভুতের গল্প,বড়দের উপন্যাস,ভ্রমন কাহিনী তিনি বহু লিখেছেন। তবে সবচেয়ে জনপ্রিয় পাণ্ডব গোয়েন্দা।গোপাল ব্যানার্জী লেনের ভাড়া বাড়িতে থেকে তার পাণ্ডব গোয়েন্দা লেখা শুরু সত্তরের দশকের মাঝামাঝি সময়ে। আনন্দ মেলা ও শুকতারায় ধারাবাহিক লিখেছেন।এবার বই মেলাতে তার উপন্যাস দ্বাদশ জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের মেয়ে জানান, উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের ওপর পাণ্ডব গোয়েন্দার শেষ উপন্যাস লিখেছিলেন।তার ইচ্ছা ছিল পাণ্ডব গোয়েন্দার পঞ্চাশ পর্ব লেখা কিন্তু সেই ইচ্ছা পূরণ হলো না। ফুড করপোরেশন অব ইন্ডিয়াতে চাকরি করতেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। চাকরি করাকালীন হাওড়ার জগাছার ধাড়সায় তিনি নিজের বাড়ি করেছিলেন। বর্তমানে তার স্ত্রী তিন মেয়ে জামাই ও নাতি-নাতনীরা রয়েছেন।তার জামাই চয়ন ব্যানার্জী জানান শিশু সাহিত্য বিশেষ অবদানের জন্য কেন্দ্র সরকার তাকে ২০১৭ সালে সাহিত্য একাডেমি পুরস্কার দেন।তবে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পুরস্কার তাকে দেওয়া হয়নি। যদিও এনিয়ে তাদের কোনো আক্ষেপ নেই।Latest posts by news_time (see all)
- গুজব ওড়ালেন জর্জ মেসি - March 18, 2023
- স্পেন দলে বিরাট পরিবর্তন - March 18, 2023
- জাতীয় শিবিরে ডাক পেলেন রোনাল্ডো - March 18, 2023